আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ৷ সবাইকে ঈদুল ফিতরের আগ্রিম শুভেচ্ছা ৷ আশা করি সকলেই ভাল আছেন ৷ যুগটেক-এ এটি আমার প্রথম পোস্ট৷ সর্বপ্রথম যুগটেক – কে জানাই ধন্যবাদ আমাকে লেখার সুযোগ দেয়ার জন্য ৷ অনেক দিন থেকেই আমি যুগটেক এর নিয়মিত পাঠক ছিলাম ৷ কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্তেও লেখার মত কোনো সুযোগ ছিল না ৷
বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্ট টা যারা জানে না তাদের জন্য ৷প্রতিটি গ্রাহকের জন্য তার সংশ্লিষ্ট অফার থাকবে; গ্রাহকগণ নিজের সুবিধামত যতবার ইচ্ছা ততবার অফারটি উপভোগ করতে পারবেন।
@@@@ এবার চলুন কাজের কথায় আসা যাক ৷
বাংলালিংক এ এখন ১৫ টাকায় (৩% সম্পুরক শুল্ক এবং ১৫% ভ্যাট ছাড়া) দিয়ে নিয়ে নিন ১ জিবি
৩জি ইন্টারনেট ৯৫% ডিস্কাউন্টসহ ৷
@@@@ প্যাকটি পেতে ডায়াল করুন ৫০০০৯৯#
তারপর ১ চাপুন ব্যাস হয়ে গেল কিছুক্ষনের মধ্যেই কনফরম্যাশন মেসেজ পেয়ে যাবেন ৷
@@@@ ব্যালেঞ্চ চেক করতে ডায়াল করুন ৫০০০৫০০#
আমি এইমাত্র ১ জিবি নিলাম ৷ তো আপনারাও নিয়ে নিন ৷
শর্তাবলী:
- মেয়াদ শেষ হবার আগেই যদি প্যাকের ভলিউম শেষ হয়ে যায় তাহলে (১পয়সা/১০KB) অনুযায়ী চার্জ করা হবে।
- মেয়াদ শেষে রেগুলার pay-as-you-go (১পয়সা/KB) অনুযায়ী চার্জ করা হবে।
- এই অফারটি সীমিত সময়ের জন্য ।
ভাল অফার। তবে ডায়াল করার কোড গুলা সঠিক ভাবে দিলে ভাল হত।