mobile phone
mobile phone

বাজারে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে ছোট স্কিনের মোবাইল ফোন।নানা ধরনের মোবাইল ফোন বাজারে আসছে কিছুদিন পর পরই। বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আসছে নতুন নতুন ফিচারসম্পন্ন নতুন ধরনের মোবাইল ফোন। সেই ধারাবাহিকতায় বিশ্বের বাজারে আসছে সবচেয়ে ছোট স্কিনের মোবাইল ফোন।

mobile phone

বিশ্বের সবচেয়ে ছোট স্কিনের টাচফোন বাজারে নিয়ে এসেছে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা ভিফোন। এখন পর্যন্ত এই ফোনটিই বিশ্বের সবচেয়ে ছোট স্কিনের টাচফোন।১.৫৪ ইঞ্চির ২.৫ ডি কার্ভড স্ক্রিনের এই ফোনটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে ছোট টাচস্ক্রিনের ফোন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেই এখন একটু বড় স্কিনের মোবাইল ফোন পছন্দ করেন। এবং সেভাবেই ফোন কিনেন। ইন্টারনেট ব্রাউজিং, সিনেমা দেখা, গেম খেলা সব কাজ যেন আরামদায়কভাবে করা যায়। এসব বিষয় মাথায় রেখেই আইফোনের সাইজেও পরিবর্তন নিয়ে আসা হয়েছিল।আইফোনের সাইজ বড় করে ৫.৫ ইঞ্চি স্কিনের করে তৈরি করা হয়েছিল।কিন্তু এটি তেমন জনপ্রিয়তা পায়নি।তাই আইফোন SE মডেলের মাধ্যমে আবার চার ইঞ্চির স্ক্রিনে ফেরত এসেছে অ্যাপল।

বিস্তারিত জানুন